মাধবপুর পৌরসভায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ'র চাল বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর পৌরসভায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ’র চাল বিতরণ

Link Copied!

 

পিন্টু অধিকারী, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অতি দরিদ্র দুঃস্থ ও গরীব অসহায়দের মাঝে ভিজিএফ, কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বৃস্পতিবার (২৩ জুলাই) মাধবপুর পাইলট স্কুলে সামাজিক দূরত্ব বজায় রেখে ১নং ওর্য়াডে ৮০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেন, মাধবপুর পৌরসভা সচিব, প্যানেল মেয়র দুলাল খা, আবুল বাশার, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদা বেগম ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার।

 

ছবি: ভিজিএফ’র চাল বিতরণ করেন পৌরসভা সচিব, প্যানেল মেয়র দুলাল খা

 

মেয়র দুলাল খা বলেন, মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হবেন না, তাই নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দেন।