মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুর পৌরসভায় পবিত্র ঈদুল উল-আযহা উপলক্ষে সোমবার (২০ জুলাই) গরীব ও দুস্থদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করেন ৫ নং ওয়ার্ড গুমোটিয়ার শিবপুর কাউন্সিলর জনাব মোঃ লাল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, সচিব জনাব এম আমিনুল ইসলাম’সহ গুমোটিয়া শিবপুরের স্থানীয় নেতা কর্মিরা।
এ সময় কাউন্সিলর মোঃ লাল মিয়া বলেন, মাহামারি করোনা ভাইরাস থেকে নিজেকে ও নিজের পরিবারকে করোনা সংক্রমণ থেকে বাচাঁতে হলে। আমাদের সরকারি নির্দেশনা মানতে হবে। বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরি কাজ ব্যতীত ঘর থেকে বের না হওয়া সহ সরকারি সচেতনতার বিষয়গুলো ভুক্তভোগীদের কাছে তুলে ধরেন।