মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জ মাধবপুর পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী’র ত্রান তহবিল থেকে রবিবার (১৯ জুলাই) সকালে হত দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছ।
চাল বিতরণ উদ্বোধন করেন মাধবপুর উপজেলার প্যানেল মেয়র জনাব মোঃ দুলাল খা। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আবুল বাশার, টেক অফিসারসহ অন্যান্যরা।
কাউন্সিলর মোঃ আবুল বাশার জন-সাধারনের উদ্দেশ্যে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য নীতি মেনে চলতে হবে। সরকারের বিধি নিষেধ মেনে চলা সকল জনগনের কর্তব্য। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না।