ঢাকাFriday , 3 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর পৌরসভার ত্রাণ বিতরণ

Link Copied!

মোঃজাকির হোসেন, মাধবপুর :   হবিগঞ্জের মাধবপুর পৌর সভায় করোনার প্রভাবে কর্মহীন  হয়ে যাওয়া, ২শ অসহায় পরিবার  পেল সরকারের বিশেষ বরাদ্দের চাল। শুক্রবার (৩এপ্রিল) দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা   চাল বিতরণ করেন। পৌর সভার ৯টি  ওয়ার্ডের  ২০০ জন কে ১০ কেজি করে চাল  দেয়া হয়। এসময় পৌর সভার দায়িত্ব রত  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,যুবউন্নন কর্মকর্তা সফিকুর রহমান, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা পারভিন আক্তার। কাউন্সিলর অজিত পাল,দুলাল খা, আবুল বাশার,বাবুল হোসেন, আব্দুল হাকিম,ইসরাত জাহান ডলি,সপ্না পাল  সহ কাউন্সিলরগন উপস্হিত ছিলেন।
মেয়র হিরেন্দ্র লাল জানান সরকারি নির্দেশে বিশেষ বরাদ্দের দুই টন চাল,করোনা ভাইরাসের কারনে  কর্মহীন   বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিতরন করা হয়েছে। অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে  এ তালিকা  প্রস্তুত করে  এ চাল  বিতরন  করা হয়।