মাধবপুর পৌরসভায় মশক-নিধন উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 27 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর পৌরসভায় মশক-নিধন উদ্বোধন

অনলাইন এডিটর
August 27, 2020 3:16 pm
Link Copied!

ছবি: মশক-নিধন উদ্বোধন করেন মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা।

 

মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর পৌর সভায় মশক-নিধন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭’শে আগস্ট) দুপুর দিকে মাধবপুর পৌরসভা কর্তৃক পৌরসভার সম্মুখে মশক-নিধন উদ্বোধন করেন মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা।

এসময় উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভা সদরের কাউন্সিলর জনাব অজিত কুমার পাল, পৌর প্রকৌশলী জনাব শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভা সচিবসহ অন্যান্যরা।