মোঃ মিটন মিয়া, মাধবপুরঃ মাধবপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসাধারণের জন্য সার্জিক্যাল মাস্ক, সাবান, এবং ব্লিচিং পাউডার বিতরণ করেন ৯নং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ৯’নং নোয়াপাড়া ইউনিয়ন মাঠ প্রাঙ্গণে মাস্ক, সাবান এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যনীতি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না।
তিনি আরো বলেন, মহামারি করোনা ভাইরাস আমাদের সবাইকে সম্মিলিত ভাবে প্রতিরোধ করতে হবে।