মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রান তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা ২০২০ উপলক্ষে (ভিজিএফ) কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ধর্মঘর ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের অসচ্ছল সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় পর্যায় কর্মের শেষ দিনে চাল বিতরণ করেন ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম (কামাল)।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন ও ধর্মঘর ইউপির সচিবসহ সকল সদস্যগণ।
চাল সহায়তা বিতরণকালে শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন সবার উদ্দেশ্যে করোনা মোকাবেলায় সকলকে সতর্কতা অবলম্বন ও বৈশ্বিক এই মহামারী থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।