মাধবপুর ধর্মঘরে মাইমুনা টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর ধর্মঘরে মাইমুনা টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন এডিটর
August 22, 2020 4:52 am
Link Copied!

ছবি: ধর্মঘরে মাইমুনা টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

 

মো: জাকির হোসেন, মাধবপুর : খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়, খেলা এবং মেলায় বাঙালীর ঐতিহ্য। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সাউথ কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের বিশাল খোলার মাঠে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে (২১'[ই আগস্ট) শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় মাইমুনা স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত মাইমুনা টেলিভিশন ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ মোছাব্বির হোসেন (বেলাল)।

বিশিষ্ট সমাজসেবক ধর্মঘর নিজনগর গ্রামের জনাব মোঃ আব্দুল অহিদ সরদারের সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম কামাল, ২ নং চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মোঃ আপন মিয়া, ১নং ধর্মঘর ইউ/পি আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক আহমেদ পারুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী লোকমান ভূঁইয়া ক্রীড়াবিদ নাজমুল হাসান (দুলাল) সহ এলাকার নেতৃবৃন্দ।

টুর্নামেন্টে মোট ৮’টি দল অংশ নেন। এর মধ্যে ফাইনালে উঠে বৈষ্টবপুর লিলি ফুটবল ক্লাব ও ধর্মঘর স্বাগতিক ফুটবল একাদশ। বৈষ্টবপুর লিলি ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধর্মঘর স্বাগতিক ফুটবল একাদশ।

খেলা পরিচালনা করেন ইফতেকার নজিব মোঃ রনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহকারী হিসেবে রেফারি দায়িত্ব পালন করে ফকরিয়া ও আশিকুর রহমান।