মোঃজাকির হোসেন, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর মধ্য বাজারে নিজস্ব অর্থায়নে শুক্রবার (১০ জুলাই) দুপুরে স্বপ্নের শুভ সূচনা ওবায়দুল্লাহ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্মঘর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব, শামসুল ইসলাম (কামাল) ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ পারুল ও সাধারণ সম্পাদক মিজবাউল বার পলাশ। বাজার কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সামাজের সর্বস্তরের মানুষ ও উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দোয়া পরিচালনা করেন ঐতিহ্যবাহী ধর্মঘর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান কাজিরচক নেছারিয়া দাখিল মাদ্রসার সুপারিনটেনডেন্ট মাওলানা আনোয়ারুল হক মির্জা।