মাধবপুর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। মঙ্গলবার (১৭মে) সকাল সাড়ে ১১টায় ঘটিকায় ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম মাধবপুর থানায় পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানান হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি ।
এ সময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভ্যর্থনা গ্রহণ শেষে ডিআইজি মফিজ উদ্দিন মাধবপুর থানার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। পরিদর্শন শেষে তিনি বৃক্ষরোপন অভিযানে অংশ গ্রহণ করেন।
ডিআইজি’র পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন মহসীন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, বায়েজিদ বিন মনসুর, স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট এবং মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।