মাধবপুর থানায় পুলিশ সদস্য'র দেখা না পেয়ে নারীর বিষপানে আত্মহত্যা চেষ্টা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 8 September 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর থানায় পুলিশ সদস্য’র দেখা না পেয়ে নারীর বিষপানে আত্মহত্যা চেষ্টা

Link Copied!

স্টাফ রিপোর্টার :  পাওনা টাকা ফেরৎ পেতে ব্যর্থ হয়ে অবশেষে রাগে-ক্ষোভে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন আনোয়ারা বেগম (৩৮) নামে এক নারী। আনোয়ারা বেগম কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ রাজারকুল গ্রামের দিদারুল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার (৭সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই নারী মাধবপুর থানায় কর্মরত পুলিশ সদস্য বাবুল মিয়ার সন্ধানে আসেন। এ সময় তাকে না পেয়ে ওই নারী এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকেন। বিষয়টি থানা কর্তৃপক্ষের নজরে আসলে এ ব্যাপারে কোন অভিযোগ থাকলে ওই নারীকে থানায় জমা দেয়ার পরামর্শ দেন।

 

 

 

 

ছবি : বিষাক্রান্ত হয়ে পড়ে থাকা আনোয়ার বেগম

 

 

 

 

 

 

 

কিন্তু কোনো কিছু না বলে ওই সময় তিনি থানা কক্ষ থেকে বের হয়ে তার ব্যাগে থাকা বিষের বোতল বের করে থানা প্রাঙ্গণে বিষপান করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এ সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করা হয়।

আনোয়ারার স্বামী দিদারুল ইসলাম জানান, পুলিশ সদস্য বাবুল মিয়া কক্সবাজার জেলা আদালতে চাকরি করার সুবাদে মামলা সংক্রান্ত বিষয়ে জেরে পরিচয় হয় আনোয়ারা বেগমের সাথে। এ সময় আদালতে বিচারাধীন একটি জিআর মামলা নিষ্পত্তির জন্য ৫ লাখ টাকা গ্রহন করেন বাবুল। তবে দীর্ঘদিন পার হলেও মামলা নিষ্পত্তি না হলে এ বিষয়টি নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয় আনোয়ারা বেগমের সংসারে।

এদিকে, হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বদলী হয়ে কক্সবাজার থেকে হবিগঞ্জের মাধবপুর থানায় চলে আসেন বাবুল। পরে পূর্বের কর্মস্থল থেকে তথ্য নিয়ে পাওনা টাকা উদ্ধারে গতকাল মাধবপুর থানায় আসেন আনোয়ারা।

বিষয়টি আঁচ করতে পেরে এর আগেই থানা থেকে বের হয়ে ছুটিতে চলে যান বাবুল। শেষমেষ বাবুলের সন্ধান না পেয়ে থানা প্রাঙ্গণে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে আনোয়ারা।

এ ব্যাপারে পুুলিশ সদস্য বাবুল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কক্সবাজার কোর্টে চাকরিকালে একটি মামলা সংক্রান্ত বিষয়ে আনোয়ারার সঙ্গে তার পরিচয় হয়। এ পরিচয়ের সূত্রধরে তার পরিবারে যাতায়াত ছিল। কিছু টাকা আনোয়ারা আমাকে ধার দিয়েছিলেন।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, মনোয়ারা মঙ্গলবার সকালে থানায় এসে জানান যে কনস্টেবল বাবুল মিয়ার কাছে তিনি টাকা পান। এসময় এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিতে বললে তিনি চলে যান। কিন্তু দুপুরে আবার থানায় ঢুকে বিষাক্রান্ত হয়ে বমি করতে থাকেন তিনি।

সঙ্গে সঙ্গে তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকেও তাকে সিলেটে স্থানান্তর করা হয়। পরে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম মনোয়ারাকে সিলেটে নিয়ে গেছেন।