মাধবপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 28 October 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৮অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রতনপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই বৃদ্ধ পথচারীর নাম ঠিকানা পাওয়া যায়নি তবে তার তার বয়স আনুমানিক ৭০ বছর হবে বলে জানায় পুলিশ।

এলাকাবাসী জানায় নিহত বৃদ্ধ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাধবপুর থানার সাব- ইন্সপেক্টর রঞ্জন কুমার জানান নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাতে রাখা হয়েছে।