মাধবপুর চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর ও আনন্দ গ্রামের রাস্তার বেহাল অবস্থা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর ও আনন্দ গ্রামের রাস্তার বেহাল অবস্থা

Link Copied!

 

মোজাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রাম হইতে আনন্দ গ্রামের রাস্তার বেহাল অবস্থা।

বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই রাস্তাটি কাঁদা আর পানি এক হয়ে করুন অবস্থায় পরিণত হয়। কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রাস্তাটি নিয়ে সমালোচনা ঝড়। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের রাস্তাঘাট কালভার্ট ব্রিজ নির্মাণ কাজ উন্নয়নের সর্বদাই কাজ করে যাচ্ছে কিন্তু উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের রাস্তার অবস্থা আজও পরিবর্তন হলো না।

 

 

স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তাটি বেহাল অবস্থা নজরে আসলে, উন্নয়নের কাজের প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু ২০ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন উন্নয়ন কাজ করানো হয় হয়নি রাস্তাটির।

জনসাধারণ চলাচলের একমাত্র রাস্তা বিষ্ণুপুর হতে আনন্দ গ্রামে যাওয়ার। হাজারো মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সাধারণ জনগণ ব্যবসায়ীরা চলাফেরা করে। বিষ্ণুপুর ও আনন্দ গ্রামের গ্রামবাসীরা রাস্তার এই করুন অবস্থা দিয়ে প্রতিদিন যার যার কর্ম স্থলে যাতায়াত করতে হয়। বছরের পর বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত কারো সুদৃষ্টি পড়েনি রাস্তাটির উপর।

উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী এলাকাবাসীর দাবি অন্ততপক্ষে রাস্তাটি যাতে ইট সলিং করানো হয়, যাতে করে কিছুটা হলেও জনদুর্ভোগ কমবে।