মাধবপুর চৌমুহনী ইউনিয়নে এডিবি'র বরাদ্দের ইট সলিং রাস্তা ও গাইড ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 29 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর চৌমুহনী ইউনিয়নে এডিবি’র বরাদ্দের ইট সলিং রাস্তা ও গাইড ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন

Link Copied!

মোঃজাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আপন মিয়া এডিবি বরাদ্দের ইট সলিং রাস্তা ও গাইড ওয়াল নিমার্ণ কাজ পরিদর্শন করে।
সোমবার (২৯জুন) সকাল ১০টার সময় উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বরুড়া গ্রামের (নাথ হাটি)গাইড ওয়াল নির্মাণ কাজ ও বিকাল ৪ টার সময় চৌমুহনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলাবক্সপুর গ্রামের যাতায়াতের রাস্তার ইট সলিং কাজ পরিদর্শন করেন চেয়ারম্যান আপন মিয়া। এসময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন ভূঞা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান আপন মিয়া দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, চৌমুহনী ইউনিয়নের এডিবির বরাদ্দের কাজ বিশ্বব্যাপী মহামারী করোনার মধ্যেও আমি নিজে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে কাজের মান জানতে  পরিদর্শন করি।