মাধবপুর-চৌমুহনী'র সাড়ে ১৪'কোটি টাকার সড়কে ১২'মাসে ৩০'শতাংশ কাজ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর-চৌমুহনী’র সাড়ে ১৪’কোটি টাকার সড়কে ১২’মাসে ৩০’শতাংশ কাজ

Link Copied!

 

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের সাথে চার ইউনিয়নবাসীর যাতায়াতের একমাত্র রাস্তা মাধবপুর-ধর্মঘর সড়ক। উক্ত সড়ক দিয়ে আদাঐর, বহরা, চৌমুহনী ও ধর্মঘর এই চার ইউনিয়নের প্রায় লক্ষাধিক লোক যাতায়াত করে। সাড়ে ১৪’কোটি টাকা ব্যয়ের এই সড়কটি নির্মাণ শুরুর ১২’মাসে অফিসিয়ালি কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩০ শতাংশ। মাধবপুরের দক্ষিনাঞ্চলের ৪’ইউনিয়নের জনগনের দুঃখ মাধবপুর-ধর্মঘর সড়ক। জনগনের দুঃখ কবে দুর হবে তা কেউ জানেনা।

প্রায় ১ যুগের ভাঙ্গা সড়ক মেরামতের জন্য ২০১৮-১৯ অর্থ বছরে দরপত্র আহবান করলে এইচই-এমএইচ (জেভি) নামক ব্রাহ্মণবাড়িয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মনোনীত হয়। মাধবপুর থেকে ধর্মঘর মোট ১৭ কি.মি সড়কের মধ্যে চৌমুহনী বাজার পর্যন্ত ১২ কি.মি সড়ক সংস্কার করতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাথে গত বছরের ৩রা জুন চুক্তি স্বাক্ষরীত হয়।

চুক্তি অনুযায়ী ২০২০ সালের ৯’ই নভেম্বর কাজটি সম্পূর্ণ শেষ করার কথা রয়েছে। গত ১২ মাসে ঠিকাদারী প্রতিষ্ঠান ওই সড়কের মাত্র ৩০’ভাগ কাজ শেষ করে ১৪’কোটি ৬৫’লাখ ৯৫’হাজার ২০১’টাকার প্রাক্কলিত মূল্যের মধ্যে ইতিমধ্যেই ২’কোটি ৪০’লক্ষ টাকা বিল উত্তোলন করে নিয়ে গেছে বলে এলজিইডি অফিস সূত্রে জানা গেছে।

 

        ছবি: মাধবপুর-ধর্মঘর রাস্তার বেহাল দশা

 

উপজেলার দক্ষিণাংশের ৪’টি ইউনিয়নে সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মহাবিদ্যালয় সহ সর্বাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ওই অঞ্চলে উৎপাদিত নানা জাতের বিপুল পরিমান সবজি রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন এলাকাতে। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, বাণিজ্যিক সহ উপজেলা সদরের সাথে যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিনের ভাঙ্গা পিচ-ঢালা সড়কটি পরিনত হয়েছে মাটির রাস্তাতে। ভাঙ্গা সড়কে যাতায়াতে জনগনকে পোহাতে হচ্ছে চড়ম দুর্ভোগ।

অভিযোগ আছে কচ্ছপ গতিতে চলমান সড়ক নির্মাণ কাজের বিরুদ্ধে। পানির মধ্যে ঢালাই, সিসি ঢালাই ব্যতীত গাইড ওয়াল তৈরীসহ নানা অনিয়মের ভেতর মানহীন নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মনতলা বাজারের সূর্য লাইব্রেরীর স্বত্বাধিকারী আবুল হোসেন সবুজ। তিনি বলেন উপজেলা সদরের সাথে একমাত্র সড়কটি আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ।

কাজের মান ঠিক রাখার দাবি করে এ পর্যন্ত ৩০’ভাগ কাজ শেষ হওয়ার কথা স্বীকার করেছেন এইচই-এমএইচ (জেভি) ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী জুয়েল আহমেদ। তিনি বলেন, বাকী ৭০’ভাগ কাজ চুক্তি মেয়াদ ৪’মাসের ভিতর সম্পন্ন করা সম্ভব হবেনা।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার হক চৌধুরী জানান, ধীরগতিতে কাজ পরিচালনাকারী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে তাগিদ পত্র দেওয়া হয়েছে। চুক্তির সময়সীমা ভিতরে কাজ সম্পন্ন করতে না পারলে উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে সেই সকল প্রতিষ্টানের সাথে চুক্তি বাতিল করার পক্রিয়া হবে।