ঢাকাSaturday , 18 November 2023
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন

Link Copied!

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর পর ২টি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮নভেম্বর) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তানের জন্ম দেন দুই মা।

উপজেলার ভবানিপুর গ্রামের মিহির ভট্টাচার্যের প্রসুতি স্ত্রী জলি ভট্টাচার্য (২১) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সিজার অপারেশনের মাধ্যমে তাদের একটি কন্যা সন্তান জন্ম লাভ করে।

পরে বিজয়নগর গ্রামের রফিকুল ইসলামের প্রসূতি স্ত্রী সোমা আক্তার সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন।

এদিকে, রোগীর আত্নীয় স্বজন ও সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা জানা যায় উভয় পরিবারের মা ও মেয়ে সুস্থ আছেন। ডাঃ এএইচ এম ইশতিয়াক মামুন এর তত্বাবধানে সিজারের দায়িত্বে ছিলেন

গাইনী সার্জন হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ নুসরাত জাহান খান।

অনেস্থেশিয়লজিস্ট হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডাঃ সুদীপ চৌধুরী।

সহকারী সার্জন হিসাবে দায়িত্বে ছিলেন ডাঃ রোকসানা পারভিন, জনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ রাজিব চক্রবর্তী,আবাসিক মেডিকেল অফিসার দায়িত্বে ডাঃ আবুল হাসনাত,ওটি ইনচার্জ ফাতেমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স ও নাসিমা আক্তার, আম্বিয়া বেগম, সোমা খাতুন ও স্টাফবৃন্দ