মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত রোগীর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 30 December 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত রোগীর মৃত্যু

Link Copied!

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া অশীতিপর বৃদ্ধের নাম নিতাই দাস। গত ৯ ডিসেম্বর কে বা কারা নিতাই দাসকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রেখে যায়।

পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কেউ তার সন্ধান করেনি।হাসপাতাল কর্তৃপক্ষও তার স্বজন পরিজনদের কোনো সন্ধান পাননি।

এ অবস্থায় গতরাতে(২৯ ডিসেম্বর) নিতাই দাস মৃত্যুবরণ করেন।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক আইডি থেকে শুক্রবার (৩০ডিসেম্বর) সকালে ছবি সহ নিতাই দাসের মৃত্যুসংবাদ প্রচার করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পরিচিতজনদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

কোনো স্বজন পরিজনের সন্ধান না পাওয়া গেলে নিতাই দাসের লাশ কি করা হবে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন জানান, “সেক্ষেত্রে নিয়মানুযায়ী লাশের ফিংগার প্রিন্ট নিয়ে শনাক্ত করার আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবো আমরা।”