মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও টেকনোলজিস্ট সংকট : সেবা ব্যাহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 September 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও টেকনোলজিস্ট সংকট : সেবা ব্যাহত

Link Copied!

ইয়াছিন তন্ময়ঃ  মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসক ও টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে লোকবল সঙ্কটে সরকারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে সব যন্ত্রপাতি থাকার পরও বছরের পর বছর ধরে নেই চিকিৎসক । নেই টেকনিশিয়ান। যে কারণে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার এক্সরে ,প্যাথলজি, আলট্রাসনোগ্রাম,মাইক্রোস্কোপসহ পরীক্ষা-নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি বিকল হওয়ার পথে।
চর্ম যৌন নাক-কান-গলা ও অর্থোপেডিক রোগের নেই কোন চিকিৎসক। সার্জারি ও অ্যানেসথেসিয়ার চিকিৎসক না থাকায় বছরের পর বছর ধরে অন্ধকারে ই থেকে যাচ্ছে অপারেশন থিয়েটার। ফলে চিকিৎসা নিতে এসে হতাশ হয়ে বাধ্য হয়েই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন রোগীরা।

ছবি : মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভবন

এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহাসড়কের পাশে হওয়ায় দুর্ঘটনায় কবলিত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসলে জনবল সংকটের কারণে বেশিরভাগ রুগীকে সাধারণ চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়  সুত্রে জানাযায় ২০১২ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ৫০শয্যা বিশিষ্ট মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের শুভ উদ্ভোধন করা হয। হাসপাতালে আসা রুগীদের চিকিৎসা কাজে ব্যবহারের জন্য নানান ধরনের আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করেন কিন্তু চিকিৎসক ও টেকনোলজিস্ট সংকটে এগুলো প্রায় বিকল হওয়ার পথে।
এই বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃইশতিয়াক মামুন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, এক্সরে মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি চালাতে মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট এর জন্য কয়েক বার স্বাস্থ্য মন্ত্রণালয়  ও স্বাস্থ্য অধিদপ্তরে অবেদন করা হয়েছে।