মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 21 March 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় মাধবপুর পৌরসভায় মাধবপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের নিচতলায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:এরশাদ আলী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সংকর পাল চৌধুরী ও যুগ্ম সম্পাদক হামিদুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন চৌধুরী অসীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস.এম. রিয়াদ, মাধবপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মানিক, মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ মো: সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন খান্দুরা হাবিলির পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুল হক, সাধারণ সম্পাদক সুলেমান মিয়া, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি আলমগীর হোসেন টিপু, মাধবপুর বাজার মুদি ও স্টেশনারি সমিতির সভাপতি স্বপন সাহা,সেক্রেটারি সুজিত পাল, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ সভাপতি সুজন রায়, এমএম গৌওস, নাহিদ মিয়া, জাকির হোসেন, শেখ জাহান রনি, কায়েস আহমেদ সালাম, আক্তার হোসেন, ত্রিপুরারি দেবনাথ, জালালউদ্দিন লস্কর, যুবলীগ নেতা ইকবাল চৌধুরী, আব্দুর রাজ্জাক প্রমূখ।