মাধবপুরে ইউএনও’র নাম ভাঙ্গিয়ে প্রতারণার চেষ্টা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 19 August 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ইউএনও’র নাম ভাঙ্গিয়ে প্রতারণার চেষ্টা

Link Copied!

জালাল উদ্দিন লস্করঃ   উপজেলা নির্বাহী অফিসার মাধবপুর এর পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের  ল্যাপটপ দেবার নাম করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করছেন  (০১৮৬৩৯৭৫৬৮২ এই নাম্বারসহ অন্যান্য নাম্বার থেকে)।
মাধবপুরের ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার অফিসিয়েল ফেসবুক আইডিতে প্রদত্ত  এক স্ট্যাটাসে  এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজনে উপজেলা নিবার্হী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন। উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান জানিয়েছেন,তিনি একজন শিক্ষকের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন।
যে নাম্বার থেকে উক্ত শিক্ষককে ইউএনওর নাম ভাঙ্গিয়ে ল্যাপটপ দেওয়ার কথা বলা হয়েছে সে নাম্বারটির অবস্থান লালমনিরহাটে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন।