রুয়েল আহম্মেদ রুবেল, মাধবপুর : শনিবার (২৫ জুলাই) সকালে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর, আতকাপাড়া গ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে প্রবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাল, ডাল ,তৈল, চিনি, সেমাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ড্রাম, জীবানু নাশক পাউটার বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী জনাব জাবেদ পাঠান, আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফারুক পাঠান, উক্ত ওয়ার্ডের মেম্বার জনাব রহিচ উদ্দিন শুক্কুর, মহিলা মেম্বার জুলেখা খাতুন সহ গ্রামের আরো অনেকে।