মাধবপুরে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

 

আক্তার হোসাইন মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের মোঃ আঃ আলী (২৮) নামে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেলিয়াপাড়া পুলিশ।

গত মঙ্গলবার ২১ জুলাই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানা যায়, মোঃ আঃ আলী নরসিংদী রায়পুরা থানার মেঘনানদীর পশ্চিমপাড়ের আব্দুল খালেকের ছেলে। মাধবপুর তেলিয়াপাড়া হরষপুর পুলিশফাড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামে পূবপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ আঃ আলীকে ৪৫০ পিস ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করা হয়।

 

ছবি: আটক: মোঃ আঃ আলী (২৮)

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ আঃ আলী স্বীকার করেন প্রায় দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। তেলিয়াপাড়ার পুলিশ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, তার বিরুদ্ধে মাবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।