মাধবপুরে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল’সহ আলফাজ মিয়া (৫৫) নামে ১ মাদক কারবারিকে আটক করেছে থানার ফাঁড়ি পুলিশ । বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতের ত্রিপুরা রাজ্যের ও উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের দক্ষিণ ধর্মঘর সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল’সহ এক মাদক কারবারিকে আটক
করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আতাউল গনি মজুমদার।
আটককৃত মোঃ আলফাজ মিয়া (৫৫) মাধবপুর উপজেলার দক্ষিণ ধর্মঘর সস্তামোড়া গ্রামের মৃত সমুজ আলীর ছেলে । মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উল্লেখিত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।