মাধবপুরে ৩ সরকারি কর্মকর্তার করোনা পজিটিভ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 1 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ৩ সরকারি কর্মকর্তার করোনা পজিটিভ

Link Copied!

লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধি :   হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কর্মরত তিন কর্মকর্তা  করোনা ভাইরাস (কোভিড১৯)আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে পাঠানোর উদ্যেগ গ্রহন করা হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চত করেছেন।
শুক্রবার (১মে)  তাদের করোনা রিপোট পজেটিভ আসার পর  উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। উপজেলার তিন টি গুরুত্ব পূর্ন অফিসের তিন কর্মকর্তা  করোনা আক্রান্ত  হন। তাদের কার্যালয়ে  লোকজনের যাতায়াত রয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন জানান, গত ২৬ এপ্রিল ওই তিন কর্মকর্তার নমুনা সংগ্রহ করে  আ ইইডি সি আরে পাঠানো হয়  আজ শুক্রবার  তাদের রিপোট পজেটিভ  আসে। ওই তিন কর্মকর্তা কে আইসোলেশনে পাঠানোর উদ্যেগ নেয়া হয়েছে।এর আগে স্বস্হ্য কেন্দ্রের এক ব্রাদার  ও  উপজেলার ঘিলা তলীগ্রামের এক নারীর করোনা পজিটিভ  ধরা পড়ে।