মাধবপুরে ৩৭৮ কেজি ভারতীয় চা পাতা সহ আটক ২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 10 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ৩৭৮ কেজি ভারতীয় চা পাতা সহ আটক ২

অনলাইন এডিটর
August 10, 2020 5:44 pm
Link Copied!

ছবি: আটক সতেজ তাঁতি (৫০) ও মো: জিল্লুর রহমান (৩৩)।

 

লিটন বিন ইসলাম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগান থেকে ৩৭৮ কেজি ভারতীয় চা পাতা সহ সতেজ তাঁতি (৫০) ও মো: জিল্লুর রহমান (৩৩) নামে দুই ব্যাক্তিকে আটক করেছে বিজিবি।

আটককৃত সতেজ তাঁতি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের মৃত গোলক তাঁতির পুত্র এবং জিল্লুর রহমান একই এলাকার সুরমা গ্রামের মৃত শাহেদ মিয়ার পুত্র।

সোমবার (১০ আগষ্ট) রাত সাড়ে ১২ টার দিকে তেলিয়াপাড়া বিওপি এর হাবিলদার মো:ইছাব্বার আলী’র নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল অভিযান চালিয়ে তেলিয়াপাড়া চা বাগানের বীচ লাইন এলাকা থেকে ৩৭৮ কেজি ভারতীয় চা পাতা সহ উল্লেখিত দুই ব্যাক্তিকে আটক করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।