মাধবপুরে ৩য় শ্রেনীর কর্মচারীদের কর্মবিরতি পালন  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 February 2020

মাধবপুরে ৩য় শ্রেনীর কর্মচারীদের কর্মবিরতি পালন 

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিস ও ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।  জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেনীর কর্মচারীদের পদ- পদবী পরিবর্তন ও বেতনগ্রেড উন্নীতকরনের দাবীতে তারা এই কর্মবিরতি পালন করছে।
এর আগে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির ডাকে সারা বাংলাদেশে ২০ ও ২১ জানুয়ারি কর্মসূচি পালন করা হয়েছিল। ২য় ধাপে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ‌জেলা কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দ জানান,কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা গত ২৫ তারিখ(মঙ্গলবার) থেকে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত কর্ম বিরতি পালন করছি। আমাদের দাবী মেনে না নেয়া পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়