মাধবপুরে ২ লাখ টাকা মূল্যের গরু চুরি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ২ লাখ টাকা মূল্যের গরু চুরি

Link Copied!

 

 

লিটন বিন ইসলাম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কাসিমপুর গ্রামে পাল পাড়াতে এক কৃষকের ২টি গরু চুরি হয়েছে। উপজেলার কাসিমপুর গ্রামে রবিবার (১১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় , ওই গ্রামের বাসিন্দা চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রয়াত বজেন্দ্র পাল এর ছেলে মলয় কান্তি পাল (কাজল) এর গোয়ালঘরে তাঁদের গরু তুলে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন দুটি গোয়ালঘর থেকে টিন কেটে প্রায় ২ লাখ টাকা মূল্যের ২টি গরু (গাভী) চুরি হয়ে গেছে।

রবিবার সকালে খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান এব্যাপারে এখনও লিখিত অভিযোগ পাইনি তবে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি।