মাধবপুরে ২ বছর পর ঈদ বাজার জমজমাট - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 29 April 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ২ বছর পর ঈদ বাজার জমজমাট

Link Copied!

পরপর ২ বছর করোনা পরিস্থিতির কারনে ঈদ মৌসুমে তেমন ব্যবসা করতে না পারলেও চলতি রমজান মাসে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে মাধবপুর উপজেলা সদর সহ ইউনিয়ন পর্যায়ের হাটবাজারগুলো। ক্রেতা সমাগমে গিজগিজ করছে প্রায় প্রতিটি মার্কেট এবং দোকানপাট।

সরেজমিনে শুক্রবার (২৯এপ্রিল) মাধবপুর বাজারে পা ফেলারও ফুসরত মিলছেনা ঈদের কেনাকাটা করতে আসা লোকজনদের। মাধবপুর বাজারে ঔষধের দোকান ছাড়া আর প্রায় সবকিছুই বন্ধ থাকলেও ঈদকে সামনে রেখে বন্ধের দিন হওয়ার পরেও সব দোকানপাট খোলা রয়েছে।

প্রতিটি বিপনি বিতানে উপচে পড়া মানুষের ভীড় দেখা গেছে। সবাই কেনাকাটায় ব্যস্ত। তবে সবচেয়ে বেশী জনসমাগম কাপড়ের দোকানগুলোতে।এসব দোকান থেকে ক্রেতারা পছন্দের পোষাক কিনছেন।কেউ বা দরদাম করছেন। বনিবনা না হলে অন্য দোকানে ঢুঁকে পড়ছেন।

এদিক থেকে এক দরের দোকানগুলো সুবিধাজনক অবস্থানে রয়েছে। মানে ভালো এবং ফিক্সড দামের কারনে ক্রেতারা পছন্দের পোষাকটি সহজেই কিনে নিচ্ছেন ক্যাশ কাউন্টারে বিল মিটিয়ে দিয়ে। মাধবপুর পৌর শহরে বর্তমানে অনেকগুলো অভিজাত শপিং মল এবং একদরের দোকান রয়েছে।

এসব শপিংমল এবং দোকানসমুহে ভালো মানের হাল ফ্যাশনের পোষাকের বিপুল সমাহার থেকে ক্রেতারা সহজেই নিজেদের পছন্দের আইটেমটি বেছে নিতে পারছেন। তবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দম ফেলার ফুসরতও পাচ্ছেন না দোকানিরা।

কেনাকাটা করতে এসে এখনো পর্যন্ত কাউকে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়নি। প্রায় প্রতিটি বিপনি-বিতানে ও দোকানে সিসি ক্যামেরা থাকায় নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলেও মনে করছেন ব্যবসায়ীরা।

অভিজাত শপিং মলগুলোর মধ্যে কামিনি প্লাজা,সুরেশ প্লাজা,মুন্সি টাওয়ার,বনলতা শপিং সেন্টার,খান প্লাজা,জগত ম্যানশন, আনোয়ার মার্কেট,নরেশ মার্কেট ও খান মার্কেটে মানসম্পন্ন পণ্যের দোকানগুলোতে ক্রেতারা নির্বিঘ্নে পছন্দের কেনাকাটা করতে পারছেন। পাল গার্মেন্টসের স্বত্বাধিকারী জুটন পাল জানান,’গত ২ বছর পর এবার দুটো পয়সার মুখ দেখবো। তিনি বলেন,মানুষ এখন গুণগত মান আর বাহারি ডিজাইনের বিষয়টি আগে দেখে। পছন্দের ভালো জিনিষ হলে পয়সা খরচ করতে কার্পণ্য করেন না। আর আমরা কোয়ালিটর বিষয়ে কোনো কম্প্রোমাইজ করি না।

দেশ বিদেশের সেরা ব্র্যান্ডের পোষাকের নিশ্চয়তা দেই বলেই ক্রেতারা ঘুরেফিরে বারবার আসেন। ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের বড় পাওনা।একইরকম কথা জানালেন প্রায় সবকটি অভিজাত শপিং মলের দোকানীরা। ঈদের বাকি আর ৩ দিন। এ পর্যন্ত বিকিকিনি যা হয়েছে তাতে সন্তুষ্ট তারা সবাই।

পাল গার্মেন্টস খেকে ১১ শ টাকায় র‍্যামন্য ব্র্যান্ডের দুটো শার্ট কিনেছেন মনতলার সাকিবুল হোসেন। সাকিবুল জানান শার্টগুলোর কাপড়ের মান এবং ডিজাইনে তিনি সন্তুষ্ট। কাপড়চোপড়ের পর সবচেয়ে বেশী ভীড় কসমেটিক্সের দোকানগুলোতে। এসব দোকান থেকে বিশেষত মহিলারা তাদের পছন্দের কসমেটিক সামগ্রী কিনছেন।

ব্র্যান্ডের পণ্যই ক্রেতাদের চাহিদার শীর্ষে বলে জানালেন মাধবপুরের শীর্ষস্থানীয় কসমেটিক সামগ্রী ব্যবসায়ী কামিনি প্লাজার অঙ্গনা স্টেশনারীর স্বত্বাধিকারী বিধান রায়। তিনিও বিক্রি-বাট্টায় সন্তুষ্ট। জানালেন,২ বছর করোনার কারনে বাধানিষেধ থাকায় ঈদে তেমন বিকিকিনি হয়নি তবে এবার পরিস্থিতি ভিন্ন।

ছাতিয়াইন বাজারের পাল ফ্যাশনের মালিক জিতেন্দ্র পাল,মদিনা গার্মেন্টস এন্ড জিবান ক্লথ স্টোরের মালিক মোঃ আব্দুল হাই জানান,এ পর্যন্ত বিকিকিনি যে পরিমান হয়েছে তাতে তারা সন্তুষ্ট। ঈদের আগের দিন গভীর রাত পর্যন্ত বিকিকিনি চলবে বলে তারা আশা করছেন। উপজেলার ইউনিয়ন পর্যায়ের কয়েকটি বাজারে গিয়েও ঈদের বাজারের জমজমাট চিত্র দেখা গেছে।