মাধবপুরে ২ ঘন্টা বসিয়ে রেখে টিকা না দিয়েই বিদায় : সরবরাহ কম দাবি স্বাস্থ্য পরিদর্শকের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 3 February 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ২ ঘন্টা বসিয়ে রেখে টিকা না দিয়েই বিদায় : সরবরাহ কম দাবি স্বাস্থ্য পরিদর্শকের

Link Copied!

দেড়মাস বয়সী নাতনীকে টিকা দেওয়াতে নিয়ে গিয়ে মাধবপুর উপজেলার শিমুলঘর কমিউনিটি ক্লিনিকে ২ ঘন্টা অপেক্ষা করেও টিকাকর্মীর অবজ্ঞার কারনে টিকা দেওয়াতে পারেন নি আসমা আক্তার।

ক্ষুব্ধ আসমা আক্তার জানান বুধবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে তিনি তার দেড়মাস বয়সী নাতনী সাবা রহমান মীমকে টিকা দেওয়াতে ক্লিনিকে নিয়ে যান। কর্তব্যরত স্বাস্থ্য কর্মী শিপ্রা রায় তাকে প্রায় ২ ঘন্টা বসিয়ে রাখেন। একই সময়ে তিনি অন্য কয়েকটি শিশুকে টিকা দিলেও সাবা রহমানকে টিকা দেওয়া থেকে বিরত থাকেন।

বারবার অনুরোধ করলেও শিপ্রা রায় টিকা না থাকার অজুহাত দেখিয়ে আসমা আক্তারকে বাড়ি চলে যেতে বলেন। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে আসমা আক্তার জানান, অন্যদের টিকা দিতে পারলে তার নাতনীর বেলায় ব্যতিক্রম হওয়ার কথা নয়।

জানতে চাইলে শিপ্রা রায় আমার হবিগঞ্জকে জানান,টিকার ভায়াল শেষ হয়ে যাওয়ায় আসমা আক্তারের নাতনীকে টিকা দেওয়া সম্ভব হয়নি।দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক কমল দাশ ভৌমিক জানান,চাহিদামাফিক পেন্টাভ্যালেন টিকার সরবরাহ না থাকায় এমনটা হয়েছে।

আগামী মাসে এ সমস্যা থাকবে না বলেও দাবি করেন তিনি। এ ব্যাপারে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনেশিয়ান পুলক দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি আমার হবিগঞ্জকে জানান,এমন হওয়ার তো কথা নয়। তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন।