জালাল উদ্দিন লস্কর : মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের নিয়মনীতির তোয়াক্কা না করে ১২ বছর ধরে একই ওয়ার্ড দখল করে আছেন সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদৌসী বেগম। শুধু একই ওয়ার্ডে নয়, চাকুরী জীবনের ২১ বছর ধরে আছেন একই কর্মস্থলে।
নার্সিংও মিডওয়াইফারি অধিদপ্তরের এক স্বারকের তথ্যমতে, ওয়ার্ড ইনচার্জ পদে কোনো সিনিয়র স্টাফকে একটানা ২ বছরের বেশী না রেখে কর্মরত অন্যান্য নার্সদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য দায়িত্ব অর্পনের নির্দেশনা প্রদান করা হয়েছিল।
নির্দেশনায় বলা হয়েছে, ওয়ার্ড ইনচার্জের মেয়াদ ২ বছর পূর্ণ হলে আবশ্যিকভাবে তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। কর্মরত সকল নার্স পর্যায়ক্রমে দায়িত্ব পালন না করা পর্যন্ত ইতোপূর্বে দায়িত্ব পালনকারী কোনো নার্সকে পুনরায় দায়িত্ব দেওয়া যাবে না। একই হাসপাতালে ২ বছর মেয়াদের বেশী ওয়ার্ড ইনচার্জের দায়িত্ব দেওয়া যাবে না।

ছবি : মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদৌসী’র ফাইল ছবি
অজ্ঞাত ক্ষমতার দাপটে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য সকল নার্সদের বঞ্চিত করে একাই রাজত্ব কায়েম করছেন বলে জানা গেছে। এতে করে অন্যান্য সিনিয়র স্টাফ নার্সদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা বলছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি শক্তিশালী সিন্ডিকেটের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন তিনি।
তাদের দাবী, ওই সিন্ডিকেটের কথার বাইরে গিয়ে তিনি কিছুই করেন না। অবশ্য এ ধরণের অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন।
এ ব্যাপারে সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদৌসীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ২১ বছর আগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের চাকুরীতে যোগ দেন। তার প্রথম পোস্টিং হয় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাকে আজ পর্যন্ত কোথাও বদলী করা হয়নি। একই সাথে ১২ বছর ধরে একই ওয়ার্ডে ইনচার্জের দায়িত্ব পালন করে আসছেন। তার দাবী কর্তৃপক্ষের ইচ্ছাতেই তিনি দায়িত্ব পালন করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন জানান, জান্নাতুল ফেরদৌসির মতো যোগ্য ও দায়িত্বশীল আর কাউকে তিনি মনে করেন না। অন্য নার্সদের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার প্রবনতা রয়েছে। কিন্তু এর মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পত্রগুলোর নির্দেশনা লঙ্গন করা হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন পত্রিকাতে রিপোর্ট হলে কিছুই হবে না।
হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান দাবী করেন নার্সদের ব্যাপারে তার কিংবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কিছুই করার নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে তা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।