জালাল উদ্দিন লস্করঃ মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তৃজ-জোহরা আজ দুপুরে নিজ অফিসে আলেম ওলামাদের সাথে দ্বিতীয়বারের মতো মতবিনিময় সভা করেন। সভায় মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য কিছু আলেম ওলামা বৃহস্পতিবার (১এপ্রিল) এই মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন । সভা শেষে দৈনিক আমার হবিগঞ্জের মুখোমুখি হন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা।
এসময় আজকের সভা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান,আগামীকাল হেফাজতের ডাকা বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে যাতে কোনো সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আলেম ওলামাদের সহযোগিতা চেয়েছি। তারা আমাকে শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালনের বিষয়ে আস্বস্ত করেছেন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে উস্কানিমূলক কোনোকিছু না লিখেন সে বিষয়েও সভায় কথা হয়েছে। ফেসবুকে মাধবপুরের জনৈক প্লাবন দাসগুপ্তের একটি উস্কানিমুলক পোস্টের প্রতিবাদে সচেতন জনগনের পক্ষে দেওয়া আবেদনের বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে ইউএনও জানান,এ বিষয়টি দেখার জন্য থানায় দেওয়া হয়েছে।