মোঃজাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে ২ মাদক পাচারকারী’কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারান এ রায় প্রদান করে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা উপজেলার ধর্মঘর এলাকার খাল গোদাম রাস্তায় অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিল সহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নানছিড়ী গ্রামের মোঃ সনু মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৯) ও একই উপজেলার সাধক কালি গ্রামের আব্দুল আলির ছেলে মোঃ আওলাদ হোসেন (২০) কে আটক করে।
পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারান ভ্রাম্যমান আদালত বসিয়ে ২’জন কে ৬’মাস করে কারাদণ্ড প্রদান করেন।