মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর থানার এক এএস আই সহ ৮ পুলিশ সদস্য কোভি(১৯) আক্রান্ত হয়েছেন। এদিকে করোনার উপসর্গ নিয়ে সিলেটর একটি বে সরকারী হাসপাতালে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন চিকিৎসাধী থাকলেও ওনার কোভিড১৯ নেগেটিভ এসেছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া গীতা রানী রায়ের করোনা পজেটিভ এসেছে। তিনি পৌর এলাকার কাটিয়ারা গ্রামের বাসিন্দা।
মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন
জানান গত ৩জুন মাধবপুর থানায় কর্মরত ১৭ পুলিশ সদস্য সহ ২৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল ইনষ্টিটিউট অব ল্যাবরেটরি তে স্হাপিত কোভিড১৯ বিশেযায়িত ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে আজ ১১জুন বৃহস্পতিবার সকালে মৃত নারী সহ ৮ পুলিশ করোনা ভাইরাস পজিটিভ ।
মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম দস্তগীর আহমেদ জানান করোনার উপসর্গ দেখা দেয়া ও নমুনা রিপোট সংগ্রহের পর থেকেই পুলিশ সদস্যরা হোম কোরেন্টাইন মেনে চলেন। ডাঃ ইশতিয়াক মামুন জানান পুলিশ সদস্য দের পজিটিভ রিপোট আসার পর ই তাদের প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন নিশ্চত করার উদ্যেগ গ্রহন করা হয়েছে।