মাধবপুরে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সরকারি মডেল মসজিদ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 24 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সরকারি মডেল মসজিদ

Link Copied!

মাধবপুর প্রতিনিধি।। মাধবপুর উপজেলার পৌর শহরে ১৪ কোটি টাকা সরকারি অর্থায়নে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। ২৪জুন বুধবার বিকালে মাধবপুর সাব রেজিস্টার অফিসে দলিল নিবন্ধন শেষে দলিল হস্তান্তর করা হয়েছে।

ছবিঃ দলিল হস্তান্তর অনুষ্ঠান ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার, হবিগঞ্জ ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি সাবেক সভাপতি মিজানুর রহমান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন,মাধবপুর পৌর শহরে আলাক পুর রাস্তা পাশে দান করা ৪৩ শতক ভূমির উপর দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে।