মাধবপুরে ১৩০টাকায় মিললো পুলিশের চাকরি  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 December 2021

মাধবপুরে ১৩০টাকায় মিললো পুলিশের চাকরি 

Link Copied!

হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ  হবিগঞ্জের মাধবপুর থানার চূড়ান্তভাবে নির্বাচিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মাত্র ১৩০ টাকার বিনিময়ে চাকরি পেল মাধবপুরের ৮ যুবক।
রবিবার (২৬ ডিসেম্বর) মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান,সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ এর সার্বিক দিক নির্দেশনায় এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলির সার্বক্ষনিক তত্ত্বাবধান এবং উপস্থিতিতে সম্পূর্ণ ঘুষ,তদবীর, যে কোন ধরনের অনৈতিক পন্থা মুক্ত, কেবলমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে যাচাই এর মাধ্যমে  একটি স্বচ্ছ, সুষ্ঠ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো।

ছবি : নিয়োগপ্রাপ্তদের হাতে চাকরির নিযোগপত্র তুলে দেযার পর ফটোসেশন

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাবা,মায়ের উপস্থিতিতে তাদের হাতে নিয়োগের নোটিশ তুলে দেয়া হয়। নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করানো হয়েছে।
তিনি আরো  জানান যে,মাধবপুর থানাধীন নিয়োগ প্রাপ্ত ০৮(আট) জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এমন একটি সুন্দর নিয়োগ প্রক্রিয়ার অংশ হতে পেরে টিম মাধবপুর থানা গর্বিত।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়