মাধবপুরে হোম কোয়ারেন্টাইন না মেনে চলছে ফুটবলসহ বিভিন্ন খেলা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 14 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে হোম কোয়ারেন্টাইন না মেনে চলছে ফুটবলসহ বিভিন্ন খেলা

Link Copied!

রায়হান আহমেদ সম্রাটঃ মাধবপুর প্রতিনিধি :   (কোভিড ১৯) করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকার ঘোষিত সকলকে হোম কোয়ারেন্টাইন মেনে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিনিয়তই কোয়ারেন্টাইন যেন মানা হয় এর জন্য কঠোর নির্দেশনা আসছে। কিন্ত হোম কোয়ারেন্টাইন না মেনে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় খেলার মাঠে চলছে ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আমেজ।

 

ছবি : হোম কোয়ারেন্টাইন না মেনে মাধবপুরের বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন খেলাধুলা

এতে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হতে পারে অনেকেই। তাই যারা কোয়ারেন্টাইন না মেনে নিয়মিত খেলাধুলা করছেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও করোনা মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তাদের মাধ্যমে মাঠ গুলোকে সাময়িক সময়ের জন্য খেলাধুলা বন্ধ রাখা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছে তারা শুধুমাত্র বাজার গুলোতে নিয়মিত পর্যবেক্ষণ করছেন কিন্ত এসব খেলাধুলার মাঠেও খেলাধুলা বন্ধ রাখা জরুরী প্রয়োজন।