মাধবপুরে হাইব্রীড তরমুজের বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ চাষি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে হাইব্রীড তরমুজের বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ চাষি

Link Copied!

 

মোঃ মিটন মিয়া মাধবপুর : মাধবপুরে চৌমুহনী ইউনিয়নে হাইব্রীড তরমুজের বাম্পার ফলন হয়েছে।

আলাবক্সপুর গ্রামের কৃষক কদর আলী জানান, গত বছর তরমুজ চাষ করে লাভবান হওয়ায় এবারও ১২০ শতক জমিতে থাইল্যান্ডের সুইট ব্ল্যাক হাইব্রীড জাতের তরমুজ চাষ করেন তিনি। বীজ, চাষ, সার কীটনাশক, শ্রমিক মজুরি সহ আনুসাঙ্গিক মিলিয়ে মোট খরচ পড়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। দুই মাসে তরমুজের ফলন প্রায় পরিপূর্ণ। প্রতিটি গাছে রয়ে ১-৩’টি তরমুজ যার ওজন ৪ থেকে ৬ কেজি।

তার জমিতে রয়েছে মোট ২৯ শত তরমুজের গাছ। গড় হিসাবে মোট ফলন হবে প্রায় ১০ টনের বেশী এবং বর্তমান স্থানীয় বাজার দরে এর দাম হতে পারে প্রায় ৪ লাখ টাকা। তবে সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।

 

ছবি: মাধবপুরে হাইব্রীড তরমুজের বাম্পার ফলন

 

কৃষক কদর আলী বলেন, করোনা মহামারীর কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় স্থানীয় বাজারে এর ক্রেতা কম। বাহিরের পাইকাররা যদি কোন কারণে কম আসে তাহলে আশানুরূপ দাম তিনি পাবেন না। এতে লোকসান না হলেও লাভের অংক কমে যেতে পারে।

সরে জমিনে উপজেলার ধর্মঘর, চৌমুহনী,বহরা ইউনিয়নের বিভিন্ন মাঠে ঘুরে দেখা যায়, বিভিন্ন জাতের হাইব্রীড তরমুজের জমি।সবুজ পাতার নীচে থরে থরে বিছানো রসে টুইটুম্বুর কালো কালো তরমুজ। কৃষক আনোয়ার হোসেন, আবু হানিফ, রুহেল মিয়া, বাদসা মিয়া সহ আরো একাধিক কৃষক জানান, এবার বৃষ্টি কম হওয়ায় আবহাওয়া তরমুজ চাষের বেশ অনুকুলে। রোগ বালাইও কম। তাই ফলনও হয়েছে আশানূরূপ। পাইকাররাও আসতে শুরু করেছে।

পাইকারী ফল ব্যবসায়ী সোহেল মিয়া জানান, রাজধানী সহ দেশের বড় বড় শহর গুলিতে নামী দামী তারকা হোটেলগুলোতে এই তরমুজের চাহিদা রয়েছে। ঢাকা কাউরান বাজারে প্রতি কেজি কালো তরমুজের দাম রয়েছে ৬০ থেকে ৭০ টাকা। তবে করোনায় পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাঠ থেকে যতটুকু সম্ভব কম দামেই তরমুজ কিনবেন তিনি।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন, এখন প্রায় সারা বছর বিভিন্ন জাতের হাইব্রীড তরমুজ চাষ করা যায়। উপজেলায় বর্ষা মৌসুমে হাইব্রীড ব্ল্যাক তরমুজ উজান অঞ্চলে কিছু কিছু জায়গায় চাষ হয় তবে এর ব্যাপক আবাদ এখনো হয়নি। এসব এলাকায় এর ফলন সন্তোষজনক হওয়ায় কৃষকরা লাভবান হতে পারেন।