মাধবপুরে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে এনজিও আশা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 12 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে এনজিও আশা

Link Copied!

পিন্টু  অধিকারী   মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুর উপজেলার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারী আশা সংস্থা। করোনা ভাইরাস দুর্যোগে মাধবপুর উপজেলার জীবনচিত্র বদলে গেছে। প্রশাসনের আহ্বানে মানুষ এখন ঘরে ঘরে অবস্থান করছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এ অবস্থায় কাজকর্ম না থাকায় গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাদের অনেকে প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারছে না।

ছবি : মাধবপুরে দরিদ্রদের পাশে এজিও আশা

সোমবার( ১১মে) করোনা পরিস্থিতি মোকাবেলায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিতরণের জন্য বেসরকারি সংস্থা “ আশা”র পক্ষ থেকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনূবা নাশতারানের নিকট ২শ ব্যাগ (প্রতি ব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল এবং ১ কেজি লবণ) খাদ্য সামগ্রী   ত্রাণ হস্তান্তর করা হয়। ১শ ব্যাগ  বুল্লা  ইউনিয়নে ত্রান বিতরন করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, আশার  জেলা কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, আর এম আব্দুল হাকিম ও নাজমুল আলম, বিএম মিথুন কান্তি  দেব  প্রমূখ।  আশার কমকর্তারা জানান মানবতার ডাকে আশা সব  সময় দূর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষে