মাধবপুরের বেজুড়ায় দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার বেজুড়ার কাছে ঢাকা সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শশী সবর (৫০) সুরমা বাগানের শম্ভু সবরের পুত্র।
এ ঘটনায় একই বাগানের বাসিন্দা দিলিপ(৩০),হৃদয় সরকার (৩৫) ও সন্তুষ সবর (৪০) আহত হয়েছেন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওযা হয়েছে। মাধবপুর থানার এসআই সাইদুর রহমান ও ডিউটি অফিসার এসআই শামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত দিলিপ জানান তারা দূর্ঘটনা কবলিত অটোরিক্সায় করে মাধবপুরে যাচ্ছিলেন। বেজুড়ার কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কা দিলে অটোরিক্সাটি উল্টে যায়। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুদ্দিন ভুইয়া জানিয়েছেন।