মাধবপুরে সড়কের মাঝখানে বিপদজনক বৈদ্যুতিক পিলার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 5 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সড়কের মাঝখানে বিপদজনক বৈদ্যুতিক পিলার

Link Copied!

আক্তার হোসাইন মাধবপুর : মাধবপরে সড়কের মাঝখানে অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক পিলার স্থাপনা লক্ষ্য করা গেছে। রাস্তাটি মাধবপুর গাবতলী হতে নাসিরনগর যাওয়ার প্রধান রাস্তা।

 

ছবি: সড়কের মাঝখানে বিপদজনক বৈদ্যুতিক পিলার

 

লক্ষ করা গেছে যে সড়কের মাঝখানে ঝুকিপূন ভাবে বৈদ্যুতিক পিলারটি দাড়িয়ে আছে। ফলে সিএনজি, মাইক্রোবাস রিকসা সহ বিভিন্ন যানবাহন ও সাধারণ জনগনের জন্য চরম দূর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে।

মাধবপুর গাবতলী সিএনজি স্ট্যান্ডের সিএনজি চালক আব্দুল করিম ও মোঃ নাছির মিয়া দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, পিলারটি দীঘদিন যাবৎ রাস্তার মাঝখানে ঝুকির্পূনভাবে দাড়িয়ে আছে। ফলে আমরা যখন যাত্রী নিয়ে সড়কের উপর দিযে চলাচল করি তখন আতঙ্কে থাকতে হয়। কারন যে কোন সময় বৈদ্যুতিক পিলারের সাথে আমাদের গাড়ি ধাক্কা লেগে হতাহতের ঘটনা গঠতে পারে।তাছাড়া অনেক সময় দুটি গাড়ি ওভার টেকিং করতে অনেক সমস্যা হয়। সড়কের আশেপাশের সাধারন জনগনের মধ্যে অনেকেই বলেন, রাস্তার মাঝখানে পিলারটি অনেক বিপদজনক।

তাছাড়া আমারা অনেক সময় লক্ষ্য করি গাড়ি ওভার টেকিং করতে গিয়ে পিলারে ধাক্বা লাগে। আমারা অনেক সময় স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে ও এ বিষয়ে কোন সুরাহা পাওয়া যায়নি।

তাই আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি যেন উক্ত বৈদ্যুতিক পিলারটি রাস্তার মাঝখান হতে সরিয়ে অন্য কোথায় স্থাপন করে দেওয়া হয়।