মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের উদ্দ্যোগে চৌমুহনী ও বহরা ইউনিয়নের ২০০ জন অসহায় গরীব মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬মার্চ) বিকালে মনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও খাদ্য বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫বিজিবি) ব্যবস্থাপনায় মনতলা,হরিণখোলা ও রাজেন্দ্রপুর বিওপির সার্বিক তত্ত্বাবধানে ইফতার এবং খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়ন(৫৫বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের সহ অধিনায়ক মেজর তৌফিকুর রহমান, সহকারী পরিচালক(এডি) ইয়ার হোসেন, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মনতলা বিওপি কমান্ডার আঃ মন্নান,রাজেন্দ্রপুর বিওপি কমান্ডার আক্তারুজ্জামান,হরিণখোলা বিওপি হাবিলদার নজরুল ইসলাম,বহরা ইউ/পি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।