মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে এক অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে এক অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান

Link Copied!

 

মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুরে ২ নং চৌমনী ইউনিয়নের মনহরপুর গ্রামের গৃহহীন, দিন মজুর মোঃ জালাল মিয়ার গর্ভবতী স্ত্রী ২’দিন যাবৎ প্রসব বেদনায় কাতর, অর্থ অভাবে জালাল তার স্ত্রীকে হাসপাতালে নিতে পারছে না। সংবাদটি স্বচ্ছতা গ্রুপের কাছে আসে স্বচ্ছতা গ্রুপ দ্রুত সিদ্ধান্ত নেয় মহিলাকে চিকিৎসা সহায়তা করবে এবং সেই মোতাবেক সদস্যদের কাছ থেকে ফান্ড গঠন করে।

 

        ছবি: চিকিৎসা সহায়তার অর্থ হাতে তুলে দেন স্বচ্ছতা গ্রুপের মানবিক টিম

 

কিন্তু ওই দিনেই রাত নয়টার দিকে খবর আসে, জালালের স্ত্রীর নরমাল ডেলিভারিতে পুত্র সন্তান জন্ম দিয়েছে। তাই স্বচ্ছতা গ্রুপ সিদ্ধান্ত পরিবর্তন করে মোঃ জালাল মিয়ার স্ত্রীর জন্য চিকিৎসা সহায়তার অর্থ হাতে তুলে।

শুক্রবার (১৭ জুলাই) স্বচ্ছতা গ্রুপের মানবিক টিম মোঃ মামুন ও আহাদ নাদিয়ার নেতৃত্বে মোঃ জালাল মিয়ার হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ সোহাগ মিয়া ও মোঃ আতাউস সামাদ বাবু।