মাজহারুল ইসলাম তানিল : হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে রিকশাসহ বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেছে সেবা ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
রোববার (২৯মার্চ) সকাল থেকে জগদীশপুর বাজার, চাড়াভাঙ্গা, উত্তর সন্তোষপুর সহ বিভিন্ন স্থানে ১০ টি ড্রাম দিয়ে এই জীবাণুনাশক স্প্রে করেন সংগঠনের সদস্যরা।
করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে ঔষধ, কাঁচামাল ও মুদির দোকান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ।রয়েছে ।
কিন্তু জগদীশপুর বাজার ও গ্রামের কয়েকটি দোকানে যেন মানুষ দিন হতে দিন বেড়েই চলেছে। মানুষের সমাগম কমছে না কোনভাবেই।
তাই সেবা ফাউন্ডেশনের কর্মীরা জীবাণুনাশক স্প্রে করেন।
জগদীশপুর বাজারের বিভিন্ন স্থানে এবং প্রতিটি দোকানে, দোকানে ,রিকশা, মটর সাইকেল, অটো, প্রাইভেট গাড়ি, সহ সকল যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেন সংগঠনের সদস্যরা।
এ ছাড়া ও গ্রামের প্রত্যোক ঘর, ঘরের আশেপাশে এবং নালা গুলোতে ও স্প্রে করে তারা।
এ সময় বাজারে অবস্থানরত সবার মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধের সচেতনতা বার্তা দেয়া হয় এবং প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধ করেন সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোত্তাছিন বিল্লাহ।
তিনি আরো বলেন যে আজ থেকে সেবা ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে তারা তাদের সামর্থ অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন।
সেবা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ পলাশ , আমার হবিগঞ্জ কে জানায়, বর্তমান (মরণব্যাধি করোনা ভাইরাস) থেকে দেশ, সমাজ ও প্রতিটা মানুষকে বাঁচিয়ে রাখতে তাদের এই উদ্যোগ।
তার পাশাপাশি প্রশাসন এর দৃষ্টি কামনা করেন। যাতে করে বাজার ও গ্রামের দোকানগুলোতে মানুষের ভীড় আড্ডা বন্ধ হয়।