মাধবপুরে সেতু ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 November 2023
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সেতু ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ

জাকির হোসেন
November 13, 2023 10:38 am
Link Copied!

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও খালের ওপর নির্মিত সেতুটি হাল চাষের ট্রাক্টরের ভারে ভেঙ্গে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

রোববার (১২নভেম্বর) বিকালে খাল পারাপারের একমাত্র সেতুটির ওপর ওঠে জমিতে হাল চাষের ট্রাক্টরটি। এ সময় ট্রাক্টরের ভার সইতে না পেরে ভেঙ্গে যায় সেতুটি।

স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর পূর্বে নোয়াগাঁও খালের ওপর ছোট এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। এ সেতু দিয়ে কালিকাপুর, রতনপুর ও নোয়াগাঁও গ্রামের লোকজন যাতায়াত করত।

কালিকাপুর গ্রামের বাসিন্দা নাসির মিয়া জানান, সংস্কারের অভাবে সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাও সেটি দিয়ে খাল পারাপার চলত। এখন ভেঙ্গে যাওয়ায় সে পথ একেবারে বন্ধ হয়ে গেছে।

মাধবপুর উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, রোববার বিকালে সেতুটি ভেঙ্গে পড়ে। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে।