লিটন বিন ইসলাম,মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী-সিধাই আঞ্চলিক সড়কে শাহজালাল পুর অংশে একটি কালভার্ট ধসে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এমন একটি নিউজ দৈনিক আমার হবিগঞ্জ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা হয়।

গণমাধ্যমে প্রকাশ করা নিউজটি নজরে আসে তরুণ সমাজ সেবক গত ইউ/পি নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত মেম্বার প্রার্থী সোহাগ মিয়ার। সে ০২ জুন মঙ্গলবার সকালে সাংবাদিক হামিদুর রহমান সহ দৈনিক আমার হবিগঞ্জ কে জানান ওনি সাময়িক ভাবে ব্যক্তিগত খরচে কালভার্টটি যানবাহন চলাচল উপযোগী করে দিবেন তিনি।
দুপুরে সাংবাদিক হামিদুর রহমান তার প্রিয় গ্রাম শাহজালালপুরে গিয়ে দেখে সাময়িক চলাচল উপযোগী করতে কালভার্টটিতে কাজ শুরু করে দিয়েছেন সোহাগ মিয়া সহ কয়েকজন তরুন এবং মুরব্বি।

কালভার্টটি দিয়ে যানবাহন চলাচল উপযোগী করে তুলার কাজে যুক্ত হলেন সাংবাদিক হামিদুর রহমান ও তারা সবাই মিলে কালভার্টটি দিয়ে যানবাহন চলাচল উপযোগী করে তুলাতে উপজেলার শাহজালালপুর,হরিণখোলা,নয়নপুর,রা জনগরসহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের কষ্ট লাগব হয়েছে। (বিঃদ্রঃ বাঁশ ও কাঠ দিয়ে কালভার্টটি সাময়িক চলাচল উপযোগী করা হয়েছে)।
কালভার্টটি নিমার্ণ করার উদ্যোগ গ্রহণ করে যানবাহন চলাচল উপযোগী করে তুলার সোহাগ মিয়া সহ তাহার সহযোগি তরুন এবং মুরব্বিদের ধন্যবাদ জানান মাধবপুর উপজেলার তরুন সাংবাদিক হামিদুর রহমান ( রাজু)।