পিন্টু অধিকারী, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি।। মাধবপুরে সুশান সিএনজি স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সরকারী নির্দেশনা অমান্য করে গণ পরিবহনে গ্যাস দেয়ার অপরাধে সুশান সিএনজি স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ছবিঃ জরিমানা প্রাপ্ত সুশান সিএনজি স্টেশন।
শনিবার (১১ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে গণ পরিবহন বন্ধ করার মাধ্যমে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে মানুষকে সুরক্ষার জন্য জরুরী চিকিৎসা ও প্রশাসনিক কাজে ব্যবহৃত ছাড়া সকল প্রকার গণ পরিবহনে ডিজেল,পেট্রোল ও গ্যাস ফিলিং না করার জন্য গত ৯ এপ্রিল সরকার নির্দেশনা প্রদান করেছে। কিন্তু সরকারী নির্দেশ না মানার ফলে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়েছে।