মাধবপুরে সুরমা চা বাগানে পতিত ভুমিতে নতুন চা বাগান সৃজন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 16 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সুরমা চা বাগানে পতিত ভুমিতে নতুন চা বাগান সৃজন

Link Copied!

পিন্টু অধিকারী, মাধবপুর : হবিগঞ্জ মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নে  এশিয়ার অন্যতম বৃহৎ সুরমা চা বাগানে ১৬ একর পাহাড়ি উচু ভুমিতে নতুন গাছের চারা রোপন করা হয়েছে। যুগযুগ ধরে এ ভুমি পতিত পড়েছিল। চলতি বছর সুরমা চা বাগান ব্যবস্থাপক পতিত ভুমিতে নতুন চা চারা গাছ রোপনের জন্য জমি নির্বাচন করেন। সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাসেম জানান,সুরমা চা বাগান একটি বুহৎ বাগান। শ্রমিক প্রায় ২২শ। চা চাষের বাইরে বহু উঁচু জায়গা পড়ে রয়েছে। যেসব উঁচু জায়গা চা চাষের জন্য খুবই উপযোগি। তাই এ বছর ফয়েজাবাদ সেকশনের কাছে ১৬ একর জায়গায় নতুন চা বাগান করা হচ্ছে।

 

ছবি : চা বাগানের জন্য নতুন চারা রোপন করা হচ্ছে।

 

শুকনো মৌসুমে জমি প্রস্তুত করে বর্ষা মৌসুমে এখন চা গাছের চা রোপন করা হচ্ছে। বাগানে নিজস্ব নার্সারিতে ক্লোন জাতের উন্নত চারা লাগানো হচ্ছে। এসব চা গাছ থেকে তিন বছরের মধ্যেই কচি চা পাতা সংগ্রহ করা যাবে। চা কাছের জীবনকাল হবে অনেক বছর। এ বছর করোনার মাঝে চা বাগানে নানা সংকটে থাকলেও নতুন চা বাগান লাগানো বন্ধ করা হয়নি।

লকডাউনে চা বাজারে মারাত্বক প্রভাব পড়েছে। কমে গেছে ভোক্তা। তাই চায়ের চাহিদাও কমে গেছে।আর চাহিদা কমে যাওয়ায় দামও কমে গেছে। তাই ব্যাংক ঋন পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। তার ওপড় চোরাই পথে ভারতীয় চা পাতা দেশে ঢুকে চায়ের বাজার দখল করে ফেলেছে।তাই সরকার যদি চা শিল্পকে বাচিয়ে রাখতে সহজ শর্তে ঋন না দেয় তাহলে দুয়েক বছরের মাঝে বাগান বন্ধ হয়ে যাবে।