লিটন বিন ইসলাম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত মা ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে শাহজাহানপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২০৮ জনসুবিধা বঞ্চিত মানুষের মাঝে মা ও শিশুখাদ্য বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন খান, এডভোকেট দ্বীপেশ চন্দ্র পাল, ইউ/পি সকল সদস্যগন।
চেয়ারম্যান বাবুল হোসেন খান, বলেন করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল এবং মা ও শিশু খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে।