মোঃ মিটন মিয়া,মাধবপুর প্রতিনিধি ।। মাধবপুর উপজেলায় হরিনখোলা,মনতলা,রাজেন্দ্রপুর বিওপি সীমান্ত এলাকায় কর্মহীন ১৬৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড (বিজিবি) । মঙ্গলবার (২৩ জুন) সামাজিক দুরুত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী এসব ত্রাণ বিতরণ করেন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো খাদ্যসহায়তার মধ্যে রয়েছে চাল,আটা,ডাল ও লবণ। ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, চৌমুহনী ইউ/পির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী করোনা ভাইরাসের ভয়াবহতা উল্লেখ করে বলেন,আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে আত্মরক্ষার জন্য সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি করোনা পরবর্তী সম্ভাব্য মহামারী এড়ানোর জন্য ফসলের বীজ সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করে বীজ সংরক্ষণের ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করেন।