মাজহারুল ইসলাম তানিল – মাধবপুর :: হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ০২ নং চৌমুহনী ইউনিয়নের মঙ্গঁলপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ মাহমুদ আলী (২৫) পিতাঃ মৃতঃ সিদ্দিকুর রহমান। শুক্রবার (০৩ জুলাই) বেলা ০১ : ০৫ মিনিটে ২জন সন্ত্রাসীর হাতে আহত হয়েছেন তারা।
সিএনজি চালক মাহমুদ আলীর সূত্রে জানা যায়, তিনি সিএনজি চালিয়ে মাধবপুর থেকে চেঙ্গারবাজার আসার পথে উনার গাড়িতে ২জন যুবক উঠে এক জনের বয়স ২২ হবে আরেক জনের বয়স ২৪ হবে। ঘোনাপাড়া ও চেঙ্গারবাজার এর মধ্যবর্তী স্থানে পৌছালে ওই দুইজন সন্ত্রাসী আমাকে ছুরি দেখিয়ে গাড়ি থামাতে বলে।